ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৪ মে ২০২২

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ঘাট সূত্র মতে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করা হয়নি। আপাতত বন্ধ থাকছে। আবহাওয়া স্বাভাবিক হলেই চলাচল শুরু হবে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি