ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ৪ মে ২০২২

যশোরের বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহান (২৬) নামে আরও একজন। 

নিহত সুজন বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঈদের দিন সন্ধ্যার দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোল-ঘিবা সড়কের পাশে পেঁচোড় বাওড়ে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সোহান ও সুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে ঘোষণা করেন। 

মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি