ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদক বিক্রেতার হাতে পুলিশ কর্মকর্তা আহত

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১২:০৮, ৪ মে ২০২২

মাদক বিক্রেতা নুর আলম ও পুলিশ কর্মকর্তা রতন কুমার রায়

মাদক বিক্রেতা নুর আলম ও পুলিশ কর্মকর্তা রতন কুমার রায়

কুড়িগ্রামের চিলমারীতে মাদক বিক্রিকালে বিক্রেতাকে আটক করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ওপর হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার রায় ও কনস্টেবল মিলন জোড়গাছ নতুন বাজারের কাঠ হাটিতে গিয়ে মাদক বিক্রেতা মো. নুর আলমকে (৩০) জিজ্ঞাসাবাদ করার সময় তিনি এএসআই রতন কুমার রায়ের ওপর হামলা চালায়। এতে রতন কুমার কাঠের ওপর পড়ে গিয়ে প্রায় দেড় মিনিট জ্ঞানহীন ছিলেন। সঙ্গে থাকা কনস্টেবল মিলন নুর আলমকে জাপটে ধরেন। পরে এএসআই রতন কুমার রায় জ্ঞান ফিরে পেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শেষে নুর আলমকে আটক করতে সক্ষম হন।

পরে আহত পুলিশ কর্মকর্তা রতন কুমার রায়কে চিকিৎসার জন্য চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী নুর আলম সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন চেয়ারম্যানের পুত্র।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, আসামি নুর আলমকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি