ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ৪ মে ২০২২ | আপডেট: ১৩:৩০, ৪ মে ২০২২

Ekushey Television Ltd.

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় একই মোটরসাইকেলে থাকা অন্য একজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) ও একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব (২৫) তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন (২০) এবং সুমনকে নিয়ে পটুয়াখালীর লেবুখালী ব্রিজের দিকে যাচ্ছিলেন। যাবার পথেই নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরিত দিক অর্থাৎ বরিশালের দিকে যাত্রী নিয়ে আসা একটি আলফার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরে লিমন মারা যান।

সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি