ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদের পরদিনও ঘরমুখী মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ৪ মে ২০২২ | আপডেট: ১৪:১৫, ৪ মে ২০২২

ঈদের দ্বিতীয় দিনেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ঘরমুখী হচ্ছেন মানুষ। যারা ঈদের আগে মহাসড়কের যানজট, উপচে পড়া ভিড় ও নানা ঝামেলা পোহাতে চাননি, তারাই ঈদ শেষে নির্বিঘ্নে ঘরে ফিরছেন বুধবার।

এদিন সকালে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে ভিড় দেখা গেছে ঘরে ফেরা মানুষদের।

তবে ঈদের পর দিন রাস্তা ঘাট যানজটমুক্ত থাকায় ও বাড়তি চাপ না থাকায়, নিরাপদে ঘরে ফিরছেন এসব মানুষ। রাস্তায় তেমন কোনো দুর্ভোগ ছিল না, তাই তারা আজ ভালোভাবে ফিরতে পারছেন গন্তব্যে।

মানুষের তেমন চাপ না থাকায় যানবাহনগুলোতেও তেমন অতিরিক্ত ভাড়া দিতে হয়নি এসব যাত্রীদের। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এদিন ২০টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে বলেও জানা গেছে।

ফেরি ও লঞ্চঘাট কতৃপক্ষ জানান, ঈদ শেষ হলেও আজও কিছু কিছু মানুষ ভোগান্তি এড়াতে ঈদের পরদিন বাড়ি ফিরছেন। এতে তাদের ফেরি ও লঞ্চ ঘাটে তেমন কোনো ধরনের সমস্যা হয়নি, নিরাপদে এসব মানুষ গন্তব্যে ফিরতে পারছেন।

ফেরি পর্যাপ্ত থাকায় এবার ঈদে দুর্ভোগ কম হয়েছে বলেও জানিয়েছে ফেরি ও লঞ্চ ঘাট কতৃপক্ষ।

এমএম/এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি