ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে অটোরিকশা উল্টে চালক নিহত 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ৪ মে ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক রুহুল আমিন (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে পন্ডিতেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন চরজব্বার ইউনিয়নের ৬নং ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে। 

নিহতের ছেলে আবুল কালাম বলেন, আজ সকালে রুহুল আমিন (তার বাবা) অটোরিকশায় যাত্রী নিয়ে চরজুবলী ইউপির পন্ডিতের হাট যায়। দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি