ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত 

যশোর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৫, ৪ মে ২০২২

Ekushey Television Ltd.

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যা ৬ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে সড়কের পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২৭) এবং বাবর আলীর ছেলে সাগর (২৬)। তারা দুজনই ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, নিহত দু’জন  দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মনির খানের সাথে দেখা করার জন্য মনিরখানের গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন। মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল (অ্যাপাচি আরটিআর) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই আলতাফ হোসেন জানান, তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়ে ছিলেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ চৌগাছা হাসপাতালে ছিল। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি