ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ ভ্যানযাত্রীর

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০০, ৫ মে ২০২২

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী আরিফ পরিবহনের একটি বাস বরিশাল-ঢাকা মহাসড়কের রাজৈরে বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ ভ্যান যাত্রী মারা যায়। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসের চালক পালিয়ে যায়। নিহত ৩ জনের ২ জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যাইনি। 

নিহতরা হলেন রাজৈর উপজেলার নাড়ার কান্দি গ্রামের মৃত সাজন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও একই উপজেলার দূর্গাবর্তী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৩)।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি