ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে কবরস্থানের পাশে থেকে ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ৫ মে ২০২২

নাটোরে ইসমাইল হোসেন নামের এক মৎস্য ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার জলালাবাদ কবরস্থানের পাশে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইসমাইল হোসেন জালালাবাদ হাটপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ও স্থানীয় মৎস্য ব্যাবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ইসমাইল হোসেন বুধবার সন্ধ্যার পর থেকে জালালাবাদ বাজারের বিভিন্ন দোকানে পরিচিতদের সাথে আড্ডা দেন। পরে রাত ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা খাওয়া শেষে বাড়ীর উদ্দেশ্যে বাজার থেকে রওনা হন। 

এরপর রাত ১০টার দিকে এলাকাবাসী একই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইসমাইলের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্য হয়েছে তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি