ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নতুন ঘরে আনন্দের ঈদ (ভিডিও)

শতরূপা দত্ত

প্রকাশিত : ১২:৫৬, ৫ মে ২০২২

ঝুপড়ি ঘরে কষ্টে কেটেছে দিন। এবার মিলেছে পাকাঘর, মাথার উপর টিনের ছাউনি। বৈরি আবহাওয়াতেও তাই কেটেছে আনন্দময় ঈদ।

বিধবা রাবেয়া বিবি। আগে থাকতেন ঝুপড়ি ঘরে। নাটোর সদর উপজেলার ছাতনী আশ্রায়ন প্রকল্প-২ এ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে হয়েছে স্বপ্নপূরণ। পাকাঘরে নাতি-পুতি নিয়ে এবার ঈদ করেছেন আনন্দের সাথে।

রাবেয়া বলেন, "সরকার ঘর দিছে, শেখ হাসিনা ঘর দিছে, এখন আমরা সুখে শান্তিতে আছি।"

ঘর পাওয়া আরেকজন বলেন, "কোনোদিনও ভাবতেও পারিনি এমন পাকা ঘরে থাকতে পারবো।" 

জেলার প্রায় সব আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা এবার পাকাঘরে ঈদ করতে পেরে অনেক খুশী।

নতুন ঘর পাওয়া আরেকজন বলেন, "ঘর পাওয়ায় আমরা খুব ভালোভাবে ঈদ কাটাইছি।"

এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন থেকে দোয়া করেছেন এইসব মানুষেরা। 

কষ্ট ভুলে এবার স্বস্তির ঈদ উদযাপন করেছেন আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা।  

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি