ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৫, ৫ মে ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাব্বি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আশুগঞ্জ রেলস্টেশনের উপরে থাকা ক্যাবলের সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত রাব্বি (২০) বরগুনা জেলার পদ্মা খাঁ বাড়ির মো. রফিকের ছেলে।

ট্রেনের ছাদে থাকা প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছা মাত্রই উপরে আড়াআড়ি ঝুলে থাকা ক্যাবলের সঙ্গে বাড়ি লেগে ছেলেটি ট্রেনের ছাদ থেকে দুই বগির মধ্য দিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনে তার দেহ কাটা পড়ে দুই টুকরো হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে পুলিশের কর্মকর্তা মাজারুল করিম অভি জানান, কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি