ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মাথা থেতলানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৫ মে ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৫ মে) ভোরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর চারমাথা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, ভোরে এলাকার মানুষ রাস্তার পাশে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা থেতলানো ছিলো। এখন পর্যন্ত মৃত্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।  

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি গাড়ির উপর থেকে পড়ার পরে অন্য গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।”

এছাড়াও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এমরান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানা যায়।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি