ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ৫ মে ২০২২

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু’গ্রুপের সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সালথা উপজেলায় খারদিয়ার ঠাকুরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, উপজেলার যদুনন্দি ইউপি চেয়ারম্যান রফিক মোল্ল্যা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এদিন সকালে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে সিরাজুল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

এ ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সালথা থানা পুলিশ। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি