ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ৬ মে ২০২২

মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মুমিন উল্ল্যাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের বাইপাস এলকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী রঞ্জুন জামানের ছেলে।

জানা গেছে, নিহত মুমিন উল্ল্যাহ চা খাওয়ার জন্য মিঠাছড়া বাজার আসলে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাড়া মেলেনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি