ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ভুয়া র‍্যাব ও সেনা সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ৬ মে ২০২২

র‍্যাবের পোশাকে আলমগীর হোসেন

র‍্যাবের পোশাকে আলমগীর হোসেন

ভুয়া র‌্যাব ও সেনা সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে আলমগীর হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোর রাতে জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন জয়পুরহাট পৌর শহরের সওদাগরপাড়ার মহল্লার সওদাগর শেখের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, গ্রেফতারকৃত আলমগীর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকায় বেকার যুবকদের সরকারি চাকুরি দেয়ার কথা বলে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করে আসছিল। 

তিনি আরও বলেন, শুক্রবার ভোর রাতে খঞ্জনপুর এলাকায় এক ব্যক্তির কাছে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া আইডি কার্ড, র‌্যাবের পোষাক পরিহিত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, ভুয়া সিআইডি কার্ড, একটি মোটর সাইকেল এবং নগদ ৭ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

পরে আলমগীর হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর হাসান মাহমুদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি