কুয়াকাটা সৈকতে আবারও ইরাবতি ডলফিন
প্রকাশিত : ২১:২৭, ৬ মে ২০২২ | আপডেট: ২১:৫৭, ৬ মে ২০২২
ছয় ফুট লম্বা ইরাবতি ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের মাঝীবাড়ি পয়েন্টে তিন দিনের মাথায় আবারও একটি মৃত ইরাবতি ডলফিন দেখা গেছে। ৬ ফুট লম্বা ডলফিনটি শুক্রবার শেষ বিকেলে পর্যটকদের নজরে আসে।
ডলফিনটির লেজে ও মাথার দিকে লাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। প্রতক্ষদর্শীদের ধারণা, এটি অন্তত ৫/৬ দিন আগে সাগরে জেলেদের জালে মারা পড়ার পর আজ সৈকতে ভেসে এসেছে।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ফিল্ড অর্গানাইজার মো. মাসুম জানান, মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির।
চলতি বছর একই প্রজাতির আরও ৮টি মৃত ডলফিন ভেসে আসার তথ্য জানালেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি। কমিটির সদস্য মো. আবুল হোসেন রাজু জানান, এসব ডলফিন সাগরে মাছধরা জেলেদের জালে আটকে পড়ে মারা যাবার ঘটনা ঘটছে।
স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন নিধনের সঙ্গে জড়িতদের বন্যপ্রাণী আইনে শাস্তি দেবার ব্যবস্থা থাকলেও প্রকৃত দোষীদের শনাক্ত করতে না পারায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
এনএস//
আরও পড়ুন