ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটের সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ৬ মে ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

তবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলতপাড়া গ্রামের জামাত আলীর ছেলে  গোলজার হোসেন (৩০) ও মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে এখনও পর্যন্ত নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি