ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর উদ্যোগে নৃত্য-আবৃত্তি পরিবেশন ও সঙ্গীত সন্ধ্যার মধ্যদিয়ে ৩ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৬ মে) সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে উৎসবের উদ্বোধন করা হয়।

সাহিত্য একাডেমীর উপদেষ্টা মারুফুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, সাহিত্য একাডেমীর উপদেষ্টা এডঃ আবু তাহের, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কবি জয়দুল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজনদের সমাগম ঘটে। 

তিন দিনব্যাপী এই উৎসবে গ্রামীণ ও লোকজ সংস্কৃতি বিষয়ক প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন থাকবে। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জান্মবার্ষিকী পালনের মধ্যদিয়ে এই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি