ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২০

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ৭ মে ২০২২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ছয়জন, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। 

শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাটোর ও বড়াইগ্রাম ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও ঢাকাগামী এসআর ট্রাভেলসের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি