ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে সেচ প্রকল্পের মালিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৩, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্টে এক সেচ প্রকল্পের মালিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবুল মিয়া(৫০)।

শনিবার সকালে উপজেলার নুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। নিহত বাবুল মিয়া নুরপুর চকবাজারের কাপড় ব্যবসার পাশাপাশি একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার নুরপুর পশ্চিম জমির মাঠে নিজের পানি সেচ প্রকল্পের মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই বাবুল মিয়া মারা যায়। পরে তাকে নাসিরনগর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি