ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ৭ মে ২০২২

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি অটোরিক্সা ও ভ্যানের মুখোমখি সংঘর্ষে ভ্যানচালক উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার জিনদপুর ইউনিয়নে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের চাইরপাইরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পৌর এলাকার সুহাতা গ্রামে। সে মৃত আলী আহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানায়, উজ্জ্বল মিয়া সদর বাজারের হাবিব বেকারিতে কর্মরত ছিল। সকালে বেকারীর মালামাল দিয়ে বাঙ্গরা থেকে ফেরার পথে চাইরপাইরা নামক স্থানে বিপরীত দিকে আসা সিএনজি অটোরিকসা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উজ্জ্বল মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশিদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায়, উজ্জ্বলের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি