ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৮ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মেজবাহ উদ্দিন শহরের ফুলবাড়িয়া এলাকার অহিদ মিয়ার ছেলে ও আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মোঃ ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাড়ে সাত কোটি টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। 

এ সময় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি