ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটা রক্ষায় টেকসই বাঁধ চান এলাকাবাসী (ভিডিও)

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ৮ মে ২০২২ | আপডেট: ১৩:০২, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

সমুদ্রের অব্যাহত ভাঙন থেকে কুয়াকাটা সৈকত রক্ষার কাজ চলছে। কিন্তু অস্থায়ীভাবে বালুর বস্তা না ফেলে টেকসই বাঁধ চান এলাকাবাসী।

গেলো মার্চে তীরের ১০০ মিটার দূরে জিরো পয়েন্টের দুই দিকে দুই কিলোমিটার জুড়ে কাজ শুরু হয়েছে। দুই কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্পে ১৪ হাজার ৩৮৪টি জিওব্যাগ ও ১২৯টি জিওটিউব ফেলা হবে। 

ভাঙন রোধের পাশাপাশি এতে বাড়বে সৈকতের উচ্চতা। 

জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর বলেন, “ভাঙন রোধকল্পে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এটা যুগোপযোগী, অত্যন্ত ভাল হয়েছে।”

সাবেক মেয়র আবদুল বাকের মোল্লা বলেন, “স্থায়ী যে বেড়িবাঁধ সেটা হওয়া অত্যন্ত জরুরি।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি বলেন, “আগের চেয়ে দুই ফুট উঁচু হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ড বলছে, সৈকত রক্ষায় এটি পরীক্ষামূলক প্রতিরক্ষা। 

কলপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন বলেন, “যেহেতু আমরা বর্ষা মৌসুমের আগেই কাজ শুরু করতে পেরেছি, এটা যদি যথাসময়ে কাজ শেষ করতে পারি তাহলে বীচটা কমপক্ষে আরও ৪০ মিটার বাড়বে।”

সৈকত রক্ষায় স্থায়ী সমাধান চান পৌর মেয়র।

কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, “এই কুয়াকাটা সৈকতকে যদি রক্ষা করতে হয় তাহলে টেকসই বাঁধের ব্যবস্থা করতে হবে।”

ইতোমধ্যে স্থায়ী প্রকল্প প্রণয়ন হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। 

পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাইসার আলম বলেন, “প্রিলিমিনারি স্টাডি হয়েছে,  তার ভিত্তিতে প্রকল্প প্রস্তুত করে দাখিল করা হয়েছে।”

নির্ধারিত সময়ে অস্থায়ী কাজ শেষে দ্রুতই স্থায়ী প্রকল্প চান কুয়াকাটাবাসী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি