ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ৮ মে ২০২২


রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বেলা সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। 

এরপর কেককাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সেক্রেটারী শহিদুল ইসলাম শাহান ও কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বক্তব্য রাখেন। 

এসময় কার্যনির্বাহী সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি