ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৬, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ মে) সকালে উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তূপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মরদেহের শরীর ফুলে গিয়ে দুগন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, ৩৬ থেকে ৪৮ ঘন্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

স্থানীয়দের মধ্যে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তূপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

যদি মরদেহের পরিচয় পাওয়া না যায়, তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি