ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে সেফটি টাংক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৮ মে ২০২২

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের এক বাড়ির সেফটি টাংক থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, ডিবিসহ পুলিশের একাধিক দল।

রোববার বিকাল ৩টার দিকে ৭নং ওয়ার্ড উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

তবে ওই বাড়ি বা এলাকার লোকজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়িতে থাকা সেফটি টাংকের মধ্যে একটি লাশ রয়েছে মোবাইলে এমন খবর পেয়ে সেটি দেখতে যায় বাড়ির লোকজন। এক পর্যায়ে টাংকের ওপরে ঢাকনার ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পায় তারা। 

বিষয়টি সুধারাম মডেল থানায় অবগত করলে পুলিশ, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাংকের ভেতর থেকে ভাসমান অবস্থায় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত লাশটির শরীরের বেশির ভাগ অংশে পচন ধরেছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি