ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হরিপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ৮ মে ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা দু'জনেই চাচাতো ভাইবোন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার দুপুরে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমিন ভাতুরিয়ার গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শোভা একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। 

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাচাতো ভাইবোন বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। এক পর্যায়ে হঠাৎ শোভা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় এবং এসময় রুমিন বোনকে বাঁচাতে চেষ্টা করলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা রুজু করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি