ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিবপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ৮ মে ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের গাঙপাড় এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সামিউন বাসির (১৬) একই উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে সামিউন বাসির মোটর সাইকেল যোগে কুন্দারপাড়া যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের সিএন্ডবি বাজার গাঙপাড় এলাকায় পৌছালে সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু ঘটে। 

নিহত সামিউন কুন্দারপাড়া এলাকায় একটি কারখানার নিরাপত্তা প্রহরী রুহুল আমিনের একমাত্র ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ লাশ উদ্বার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা যায়নি।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি