ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, বিপাকে কৃষক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ৯ মে ২০২২

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনি সুপার সাইক্লোনে পরিণত হয়ে উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যে অশনির প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। 

সোমবার (৯ মে) সকাল থেকেই বাগেরহাটের সব উপজেলাতেই বৃষ্টি হচ্ছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে বৃষ্টির পরিমাণও। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধান চাষীরা।

ডেমা ইউনিয়নের ধান চাষী নাজমুল শেখ বলেন, ঈদের আগের দিন থেকে অনেক বৃষ্টি ছিল। গত দুই তিন বৃষ্টি না থাকায় আমরা ধান কেটে মাঠে রেখেছিলাম। বাড়ি আনার আগেই সব শেষ হয়ে গেল।

সুন্দরবন সংলগ্ন উত্তর সাউথখালী এলাকার মিজানুর রহমান বলেন, “সিডরে আপনজন, ঘর-বাড়ি, জমিজমা হারিয়েছি। সিডরের পরে আইলা, নার্গিস, বুলবুল, আম্পান, ইয়াসসহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে মূল্যবান সম্পদও হারিয়েছি। আবার অশনি আঘাত হানতে যাচ্ছে। এত আঘাত সহ্য করার জায়গা নেই আমাদের।”

মোংলার চিলা এলাকার বাসিন্দা ফিরোজ শেখ বলেন, “ঝড়ের পূর্বাভাস যখন থাকে তখন মেঘ দেখলেই নির্ঘুম রাত কাটে। সিডরে ঘর বাড়ি সব কিছু হারিয়েছি। এখন নদীর পাড়ে কোনোরকম ঘর বানিয়ে থাকি। নতুন করে আবার ঝড় আসছে। ঘর বাড়ি যদি আবার নদীতে চলে যায়, পরিবার নিয়ে গাছের নিচে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম বলেন, ঘূর্ণিঝড় অশনির বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সিপিবি, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সবাই প্রস্তুত আছে। 

বাগেরহাটে বর্তমানে ২ নম্বর সতর্কতা সংকেত চলমান রয়েছে। সংকেত বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাগেরহাটে ৩৪৪টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রস্তুত রাখা হয়েছে। শুকনা খাবার এবং সুপেয় পানির ব্যবস্থাও রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি