ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল পায়রা বন্দর

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ৯ মে ২০২২ | আপডেট: ১২:২৬, ৯ মে ২০২২

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হয়ে উঠছে।  

সোমবার সকাল থেকে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। 

ঘূর্ণিঝড়টি পায়রা বন্দরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই পায়রাসহ সব বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

এছাড়া সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি