ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাতিয়ায় নৌ-চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ৯ মে ২০২২ | আপডেট: ১৪:২৪, ৯ মে ২০২২

ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাটসহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নৌ-যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে হাতিয়ার মেঘনা নদী উত্তাল রয়েছে, চলছে ২ নম্বর সংকেত। সকাল থেকে উপজেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও ধমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি রয়েছে। তাই সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।

নলচিরা ঘাটের ইজারাধার প্রতিনিধি ফাহিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশে সকাল থেকে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ২ নম্বর সংকেত চলছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি স্থানে জনপ্রতিনিধিদের মাধ্যমে সর্তকতামূলক মাইকিং করা হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়ণ কেন্দ্রগুলোও।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি