ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা রাজশাহীতে গ্রেপ্তার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ৯ মে ২০২২

বিদেশি অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল হওয়া পাবনার সুজানগর ছাত্রলীগ নেতা আবু বক্কার রাতুলকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্য মতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে র‌্যাবের একটি দল নগরের সাগরপাড়া গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে। রাতুল পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি। 

সম্প্রতি ওই দুটি কমিটি বিলুপ্ত করা হয়।

র‌্যাব-৫’র অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, রাতুল গত বৃহস্পতিবার অস্ত্র হাতে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তার ছবিগুলো ভাইরালও হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে আসলে ছায়া তদন্তে নামে র‌্যার। এরপর রাতুলকে ধরতে অভিযানে নামে র‌্যাবের একটি টিম।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর রাতুল জানিয়েছে, তাকে যেন লোকজন ভয় পায় এবং নিজেকে বড় ধরণের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন এজন্য অস্ত্র হাতে ছবি ফেসবুকে দিয়েছেন।’ 

দলের নাম ভাঙিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো বলে রাতুল স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি