ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রবিন্দ্র জন্মজয়ন্তী উৎসবে সরব শাহজাদপুরের কাছারী বাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ৯ মে ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের দ্বিতীয় দিনও সরব রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারী বাড়ি। সকাল থেকেই কাছাড়ী বাড়িতে ভিড় জমাচ্ছেন রবিন্দ্র ভক্তরা।

সোমবার সকাল থেকে গান, কবিতা আবৃতি, নাচসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন হচ্ছে অনুষ্ঠানের দ্বিতীয় দিন। বিভিন্ন সাজে নিজেদের সাজিয়ে ভক্তরা আসছের অনুষ্ঠানে। 

রবিন্দ্র প্রেমিদের মিলন মেলায় পরিণত হয়েছে শাহজাদপুরের কাছাড়ি বাড়ি।

ভক্তরা জানান, দীর্ঘ দু’বছর পর মিলিত হবার সুযোগ হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিনের না বলা কথাগুলোও প্রকাশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। রবী ঠাকুর সব সময় রবীন্দ্রপ্রেমীদের মনে মননে বাস করেন। তিনি কোনভাবেই বিচ্ছিন্ন হবার নন।

আগামীকাল মঙ্গলবারের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে কবির ১৬১তম জন্মজয়ন্তীর উৎসব।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি