ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় সমাবেশে দু’জন গুলিবিদ্ধ, সাবেক এমপি আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ৯ মে ২০২২

ঘটনাস্থলের একটি চিত্র

ঘটনাস্থলের একটি চিত্র

কুমিল্লার চান্দিনায় সমাবেশে চালানো গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলি ছোড়ার অভিযোগে কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে চান্দিনা কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- জনি সরকার ও নাজমুল হোসেন নাইম। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আটক রেদোয়ান আহমেদ ২০০১ সালে বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সরকারের শেষ দিকে বিএনপি থেকে বেরিয়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি