ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আগুনে দগ্ধ হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ১০ মে ২০২২

যশোরের শার্শায় ধান সিদ্ধ করার আগুনে দগ্ধ হয়ে মাহামুদুল হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মাহামুদুল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বসতপুর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকারিয়া জানান, রোববার সন্ধ্যায় ওই গ্রামের আব্দুস সালামের বাড়িতে ধান সিদ্ধ করার সময় চুলার আগুনে দগ্ধ হয় তারই ছেলে মাহামুদুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।

এদিকে মাহামুদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি