ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৪
প্রকাশিত : ১১:৫০, ১০ মে ২০২২ | আপডেট: ১১:৫৪, ১০ মে ২০২২
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কাউসার মিয়ার মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে পাঠায়।
ফতুল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ভোর ৫টার দিকে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের সেমিপাকা ঘরের পাশের গ্যাসের রাইজার থেকে আগুন ধরে যায়। ওই আগুনে ঘরে ঘুমিয়ে থাকা চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটির রাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। গ্যাসের গন্ধও পেতেন তারা।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেনের ১৭ শতাংশ, রোজিনা বেগমের ১৪ শতাংশ, তার দুই ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
এএইচ/
আরও পড়ুন