ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে প্রস্তুত ৪০৩টি আশ্রয়কেন্দ্র ও ১০ হাজার স্বেচ্ছাসেবী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ১০ মে ২০২২

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ‘অশনি’ প্রভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে মঙ্গলবার ভোর থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বন্ধ রয়েছে সকল রুটে নৌযান চলাচল। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়কে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে জেলায় ৪০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি বুঝে উপকূলের মানুষকে নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে আনা হবে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবীকে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি