ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১০ মে ২০২২

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১টার দিকে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করে র‌্যাব। 

গ্রেফতারকৃত রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৮ মে সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে সহযোগিতা করেন হৃদয়। 

পরে তাকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় (পান্ত নিবাসের নিচতলা) এনে রাখে তারা। সবার কাছে ওই ছাত্রীকে স্ত্রী পরিচয় দেয় রাব্বি। দুদিন বাসায় আটকে রেখে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে সে। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীর মামা র‌্যাব-১১’র নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম এবং আসামিদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব-১১’র নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মো. শামিম হোসেন বলেন, ছাত্রীর মামা গ্রেফতার দুজনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি