ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ট্রিপল হত্যায় ৩ জনের আমৃত্যু, আটজনের যাবজ্জীবন কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১০ মে ২০২২ | আপডেট: ১৮:৪২, ১০ মে ২০২২

কুষ্টিয়ায় ট্রিপল হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু এবং ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে আসামিরা পলাতক থাকায় তাদের অনুপুস্থিতিতেই কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন চরমপন্থি বাহিনীর সক্রিয় সদস্য। 

আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার পুতলাডাঙ্গা গ্রামের আসকর আলীর ছেলে ফারুক সর্দার, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের ইছহাক আলী মাস্টারের ছেলে কালু ওরফে কফিল উদ্দিন ও শহরের আড়ুয়াপাড়া এলাকার কালো মজনুর ছেলে রোহান।

অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খোরশেদ মণ্ডলের ছেলে ফারুক মণ্ডল, ভায়না গ্রামের জবেদ আলীর ছেলে লিয়াকত আলী, কুষ্টিয়া সদর উপজেলার করিমপুর গ্রামের জলিল শেখের ছেলে লিয়াকত শেখ, এছেম শেখের ছেলে মনোয়ার শেখ, আনছার শেখের ছেলে আকাম উদ্দিন, ওয়াহেদ আলী জোয়াদ্দারের ছেলে জমির উদ্দিন, ইবি থানার খোর্দ্দবাখইল গ্রামের আবু বক্করের ছেলে নুরাল ওরফে নুরুল, সদর উপজেলার মাঝপাড়া গ্রামের ওম্মাদ মণ্ডলের ছেলে খাকচার মণ্ডল।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছে ১১ জন। 

২০০৯ সালের ৯ আগস্ট কাইয়ুম, আইউব আলী এবং সামসুজ্জামান নামে ৩ ব্যাক্তির মাথা কেটে গণপূর্ত অফিসের গেটের সামনে ঝুলিয়ে রেখে যায় অভিযুক্তরা। এঘটনায় নিহত কাইয়ুমের ভাইয়ের দায়ের করা মামলায় ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি