ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ১১ মে ২০২২ | আপডেট: ১২:৫৩, ১১ মে ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। সাড়ে তিন বছরের শিশুটির নাম হাবিবুর রহমান মাহিন। 

বুধবার ভোরে উপজেলার রাতগাউ ইউনিয়নের কওলা গ্রামে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান। 

তিনি বলেন, “শিশুটির বাবা প্রবাসী হওয়ায় তার মা তাকে নিয়ে বাবার বাড়ি থাকেন। ভোরে কোন একসময় ঘরে সিঁদ কেটে শিশুটিকে চুরি করা হয়। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধারে পুরো টিম কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে।”

মাহিনের নানা (মায়ের চাচা) কাদির মিয়া একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, “লিজা ও তার ছেলে এক খাটে শুয়েছিল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ছেলে নেই। পরে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা দেখে চিৎকার দেয় সে।” 

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এবং ভোরেই পুলিশ আসে বলে জানান কাদির মিয়া।

শিশুটির মা লিজা বেগম বলেন, “আমি ঘুম থেকে উঠে দেখি আমার সন্তান নেই। সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিলে লোকজন দ্রুত ঘর থেকে বের হয়ে আসে।”

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি