ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১১ মে ২০২২

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা।

বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেb।

নিহত সুমন বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রলীগ নেতা সুমন ছাত্রলীগের রাজনীতিতে সর্বাদা মাঠে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো।

এর আগে গত ৫ মে রাতে বেনাপোল পৌরসভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন সুমন। স্বজনরা তাকে প্রথমে যশোর ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসায় ঢাকা নিয়ে যান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি