চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রকাশিত : ১৫:৪৪, ১১ মে ২০২২ | আপডেট: ১৫:৪৭, ১১ মে ২০২২
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রীজের অদূরে পাঁচ ফোকট নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে ঘোড়ামারা ব্রীজের অদূরে পাঁচ ফোকট নামক স্থানে রেললাইনের উপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, সকালে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কেটে নিহত হয়েছেন ওই যুবক। তবে, এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এএইচ/
আরও পড়ুন