ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ১১ মে ২০২২

Ekushey Television Ltd.

মাদারীপুরে শিবচর উপজেলা ভান্ডারিকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের দরানি কান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির কাজি (১৫)। সে দশম শ্রেণির ছাত্র। বুধবার দুপুর বারোটা দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে অটোভ্যান চার্জের অবস্থায় রাস্তার মধ্যে ভ্যানে বসেছিল মনির। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের উপর মনিরের শরীর স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়।

এ অবস্থায় স্থানীয়রা ভ্যানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মনিরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মনির কাজি উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের দরানি কান্দি গ্রামের মো. আলমগীর কাজী ছেলে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি