ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১২ মে ২০২২ | আপডেট: ১৪:৫৩, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন, পামওয়েল তেল মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময়ে ৩৭ হাজার লিটার তেল জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে তারা।

বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভান্ডার ও দুলাল চন্দ্র কুণ্ডু স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি অভিযানের নের্তৃত্ব দেন। 

পরে জব্দকৃত তেল নায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা দেওয়া হয়েছে।

মাহমুদুল হাসান রনি বলেন, “প্রচুর পরিমাণে তেল মজুদ অবস্থায় পেয়েছি। প্রায় ৩৭ হাজার লিটার খোলা তেল এবং বোতলজাত পেয়েছি ২শ’ লিটার। আমি যখন ক্রেতা বেশে আসি তখন এক জায়গায় বলা হয় তেল নেই। তার কাছেই ২শ’ লিটার বোতলজাত এবং ১শ’ ব্যারেল সয়াবিন ও পামওয়েল পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি জায়গায় ডিও দেখাতে পেরেছে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়েছে।”

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি