ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ধান শুকানোর নেট সেলাইতে ব্যস্ত হিলির দর্জিপাড়া

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে অধিকাংশ জমির বোরো ধান পেকে যাওয়ায় কৃষকরা ইতোমধ্যেই মাঠ থেকে ধান কর্তন শুরু করে দিয়েছেন। ধান উঠানো ও শুকানোর কাজে ব্যবহৃত নেটের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। কৃষকরা ভিড় করছেন দর্জি বাড়িতে। আয় বেড়ে যাওয়ায় খুশি দর্জিরা।

বৃহস্পতিবার হিলি বাজারের কাপড়পট্টি ঘুরে দেখা গেছে, সেখানে অবস্থানরত দর্জিরা সকাল থেকেই কৃষকদের চাহিদামত নেট তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কোন কোন দর্জি বাড়তি আয়ের জন্য রাত পর্যন্তও কাজ করেন।

কৃষক জাহাঙ্গির হোসেন বলেন, চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন তিনি। ইতোমধ্যেই ধান কাটার প্রস্তুতি নিয়েছেন। ধান কেটে সড়কের পার্শ্বে মাড়াই করতে হবে। তাই বাজার থেকে নেট কিনে দর্জির নিকট সেলাইয়ের জন্য এসেছেন তিনি। তবে এবার নেটের দাম যেমন বেড়েছে তেমনি নেট সেলাইয়ের মজুরিও বেড়েছে বলে জানান তিনি।

দর্জি আনোয়ার হোসেন বলেন, কয়েকদিন হলো বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। যার কারণে কৃষকরা নেট বানিয়ে নিতে ভিড় করছেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হচ্ছে। কয়েকদিন ধরেই এমন অবস্থা, এতে করে আয়-রোজগার ভালোই হচ্ছে।

অপর দর্জি আব্দুর রাজ্জাক বলেন, গতবছর এসব নেট বানানোর মজুরি ছিল আড়াইশ’ থেকে তিনশ’ টাকা করে। কিন্তু এবার সুতার দাম বেড়ে যাওয়ায় প্রতিটি নেট আকারভেদে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা নেওয়া হচ্ছে। আরও একসপ্তাহের বেশি সময় ধরে কাজের এমন চাপ থাকবে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি