ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নওগাঁয় বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ১৩ মে ২০২২

নওগাঁর পোরশায় পৃথক স্থানে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই মাঠে ধান কাটার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।  এতে আরও একজন শ্রমিক আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

স্থানীয়রা জানান, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি