ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী রিফাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৩ মে ২০২২ | আপডেট: ২২:০৮, ১৩ মে ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। এরআগে আজ বিকালে সাড়ে ৪টায় এই সভা শুরু হয়েছিল।

এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, রমেশচন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ অনেকেই উপস্থিতি ছিলেন।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। পরে মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে আরফানুল হক রিফাতকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন ভোট কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। একই দিনে দেশের ছয়টি পৌরসভা ও ১৩৫ ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কুসিকে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি