ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে অটোভ্যান খাদে পড়ে কলেজছাত্র নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৫, ১৩ মে ২০২২ | আপডেট: ২২:০৭, ১৩ মে ২০২২

সিরাজগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যান খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম নাঈম সরকার (২০)। এ ঘটনায় আহত হয়েছে শাহাদাত হোসেন (১১) নামে একটি শিশু। শুক্রবার (১৩ মে) সকালে পিপুলবাড়ীয়া-সোনামুখী আঞ্চলিক সড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম সরকার মহিষামুড়া দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কাজিপুর  সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত শাহাদাত হোসেন একই এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সকালে কলেজছাত্র নাঈম নিজেদের অটোভ্যান চালিয়ে পার্শ্ববর্তী বাজারে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল শাহাদাত। বাজার নিয়ে ফেরার পথে মহিষামুড়া ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে দু’জনই আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নাঈম মারা যান। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি