ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ১৪ মে ২০২২ | আপডেট: ০০:০৩, ১৪ মে ২০২২

Ekushey Television Ltd.

মাদারীপুরে রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজৈরের টেকেরহাট বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈরের ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের সন্তান হাফসা ফকির (৪) কে নিয়ে ভ্যানে তার দাদা হালিম ফকির টেকেরহাট বন্দরে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ নামে একটি যাত্রীবাহি বাস ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থনেই শিশু হাফসা মারা যায়।

এসময় গুরুতর আহত হয় হাফসার দাদা হালিম ফকির ও ভ্যান চালক এসকান শেখ। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাকে আটক করা হয়েছে। 

মোস্তফাপুর হাই ওয়ে পুলিশের এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক শিশু নিহত হয়েছে। আরও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে। বাসটিকে আটক করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি