ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুর পৌরসভা ও ৪ ইউপিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ১৪ মে ২০২২ | আপডেট: ১১:০২, ১৪ মে ২০২২

মেহেরপুর পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী মেহেরপুর পৌরসভায় মেয়র পদে জেলা যুবলীগের আহবায়ক ও বর্তমান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, আমঝুপি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, পিরোজপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নবগঠিত বাড়াদী ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব বিশ্বাসকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
 
মেহেরপুর পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ মে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি হবে ২৩, ২৪ ও ২৫ মে। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ মে। 

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি